ঢাকা : বৈশ্বিক এ মহামারীতে পৃথিবীর সকল মানুষ যখন অসহায় তখন নিজ উদ্যোগে অসহায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ নেতা মৃদুল হাসান সোহাগ।
বুধবার আজমপুর রেলগেট সংলগ্ন ব্রাক মার্কেটের সামনে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের ফ্রী সবজি বাজার বিতরণ করা হয় সবজি বাজার বিতরণ অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোশারফ সরকার তিনি বলেন এই দুর্যোগকালে মৃদুল হাসান সোহাগের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তিনি আরো বলেন প্রত্যেক সমাজের বিত্তশালীদের কে নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ান দরকার।
উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মৃদুল হাসান সোহাগ বলেন পৃথিবীর এই বৈশ্বিক মহামারীতে আমার সাধ্য অনুযায়ী উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের কিছু সহযোদ্ধা কে আমার সাথে নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কিছু করার চেষ্টা করে যাচ্ছি ।
তিনি আরো বলেন এবার আমার ফ্যামিলির ঈদের কেনাকাটার বিসর্জন দিয়ে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করি তারই ধারাবাহিকতা পাঁচশত মানুষের মাঝে ফ্রী সবজি বাজার বিতরণ এর উদ্যোগ নেই ।
মৃদুল হাসান সোহাগ বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ও মোশাররফ সরকার মামার অনুপ্রেরণা।
এই মহৎ উদ্যোগ সম্পন্ন করতে আমার সাথে যারা সহযোগিতা করেছেন তারা হলেন , জাহিদুল ইসলাম জনি প্রচার সম্পাদক উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ, ফয়সাল আহমেদ রাব্বি সহ-সম্পাদকসহ আরো অনেকে।
নিউজবিডি৭১/এম কে/ ২০ মে ২০২০