ঢাকা : মহামারী করোনা ভাইরাসের কারনে জিম্মী হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের সহায়তায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলছেন নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লাকী আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর সোবহানবাগ, তল্লাবাগ, শুক্রাবাদ, বসিরুদ্দিন রোড, গ্রীণরোডসহ কয়েকটি স্থানে দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময় সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সচেতন থাকার আহ্বান জানান।
লাকী আহমেদ বলেন, সাধারন ও খেটে খাওয়া মানুষেরা সবসময় ভালো থাকুক এটাই আমি কামনা করি। আমি সবসময় পথশিশু, মাদকাসক্ত, নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র অসহায় মানুষদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, মানবিক কারনে সাধারন খেটে খাওয়া মানুষের পাশে থাকা আমাদের সকলের কর্তব্য। কারন এসব অসহায় মানুষেরা আমাদের মতোই মানুষ।
অসহায়দের মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান লাকী আহমেদ। এই দুঃসময়ে খেটে খাওয়া দরিদ্র, অসহায় মানুষদের সহায়তা করতে সকলকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
নিউজবিডি৭১/এম কে/ ২২ মে ২০২০