স্পোর্টস ডেস্ক
ঢাকা : অস্ট্রেলিয়ার মেলবোর্নে রকব্যাক অঞ্চলের মেলটন সিটি কাউন্সিলের বেশ কয়েকটি সড়ক ক্রিকেটারদের নামে নামকরণ করা হয়েছে। রিচার্ড হ্যাডলি, শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, স্টিভ-মার্ক ওয়াহ, ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরামদের নামে সড়কের নাম রাখা হয়েছে।
ভরুন শর্মা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের নামে সড়কের নামকরণ করার পর থেকে খোঁজখবর দ্বিগুণ বেড়েছে। সকলেই এখানে আসছেন এবং আগ্রহ দেখাচ্ছেন। প্রচুর লোক খোঁজ নিচ্ছেন নির্মাণধীন এই আবাসিক অঞ্চলের’।
তিনি বলেন,‘আগামী ডিসেম্বরে কোহলির নামেও নামকরন হতে পারে কোন সড়কের’।
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর করার সূচি রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। তখন কোহলির নামেও সড়কের নামকরণ হবে বলে ইঙ্গিত দেন শর্মা।
নিউজবিডি৭১/এম কে / ১৩ জুন ২০২০