আমিনুল ইসলাম: উত্তরা আজমপুর কাঁচাবাজার রেইলগেট সংলগ্ন বৈদ্যুতিক খুটিতে আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেছে।
বুধবার সকাল ১১টার দিকে আজমপুর রেইলগেট কাঁচাবাজার সংলগ্ন বৈদ্যুতিক খুটিতে আগুনের সূত্রপাত ঘটে সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের ঝুলন্ত ও বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুন ধরে যায় এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর জন্য চেষ্টা করলেও ব্যার্থ হয়। পরে স্থানীয় প্রশাসনের টহলরত টিম ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রূত ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করেন, উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির।তিনি জানান, ইন্টারনেট ও ডিস লাইনের তার আর্থিন হয়ে যাওয়ায় এধরনের ঘটনা ঘটে থাকে।
নিউজবিডি৭১/ এম কে / ৩০ সেপ্টেম্বর ২০২০