নুরুজ্জামান, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীতে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাসগৃহ ২য় পর্যায় চলমান আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ শত ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মান কাজের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার ও বুড়িরঝাড় এলাকায় চলমান প্রকল্প – ২ এ নির্মান কাজের পরিদর্শণ করলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল হক প্রধান,আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমূখ।
পরিদর্শণে এসে উপস্থিত ভূমিহীন ও গৃহহীন পরিবারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন আপনাদের ঘরগুলোতে যাতে কাজের মান ভাল হয় সেই দিকে দৃষ্টি রাখতে হবে এবং কাজের গুনগত মান দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন,প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিতে কেউ এ সুযোগ থেকে বঞ্চিত হবে না।
এ সময় সুবিধাভোগি নারী পুরুষরা ঘর পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
এম কে
