আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা : ভারত থেকে আমদানিকৃত ক্যাপসিকামের কার্টুনে বিপুল পরিমান ওষুধ, মোবাইল, সিগারেট, শাড়ি, থ্রি-পিস,ওড়না ও বেবি পার্টস আটক হয়েছে। ভোমরা স্থলবন্দরে শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
রোববার (১১ জুলাই) দুপুরে ভোমরা স্থলবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, বগুড়া জেলা সদরের দক্ষিণ ছেলোপাড়ার সির্দ্ধাত এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি ভারত থেকে ক্যাপসিক্যাম আমদানি করে। ভোমরা স্থলবন্দরের মামুন এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে এই ক্যাপসিক্যাম বন্দরে আনা হয়। ভারত থেকে আমদানি করা ওই ট্রাকে ছিল ৮১ টি কার্টুন ভর্তি ১ হাজার ৬০ কেজি ক্যাপসিকাম। যেটির শুল্ক ঘোষণা করা হয়।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তল্লাশি অভিযান চালিয়ে দেখা যায়, ভারত থেকে কার্টুনে নিয়ে আসা ১ হাজার ৬০ কেজি ক্যাপসিক্যামের সাথে ৩১২ পিস মোবাইল, ১,২০,০০০ পিস সিগারেট, ২৩৪ পিস শাড়ী, ৪৭ টি থ্রি-পিস, ১০ পিস ওড়না, বেশ কিছু বেবি পার্টস ও ওষুধ। ওষুধের মধ্যে ভিটামিন, যৌন উত্তেজনাকরসহ নানান ধরনের প্রায় শত প্রকার ট্যাবলেট রয়েছে।
তিনি আরো জানান, ওষুধের গণনা চলছে। আটককৃত পণ্যের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা দায়ের করা হবে।
এম কে
