ঢাকা : ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের উঠতি চিত্রনায়িকা আরশি হোসাইন। এরই মধ্যে তার অভিনীত ‘সত্যিকারের মানুষ’,‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা।
করোনার কারণে দীর্ঘ চার মাস ঘরবন্দি ছিলেন আরশি। চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি পেলেও শুটিং শুরু করেননি সংশ্লিষ্টরা। এদিকে করোনা প্রকোপের মধ্যে ‘সবুজ ছায়া’নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এতে ছায়া চরিত্র রূপায়ন করবেন তিনি। এটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান বাবু।
রাজধানীর মগবাজারে স্বল্প পরিসরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান বাবু রাইজিংবিডিকে বলেন সিনেমাটির গল্প ও চিত্রনাট্য সম্পন্ন হয়েছে। নায়িকাকে চুক্তিবদ্ধ করিয়েছি। এখন নায়ক ও অন্যান্য শিল্পীদের বিষয়ে সিদ্ধান্ত নেব। কয়েকজন নায়ক ও শিল্পীর সঙ্গে কথাও বলেছি। তবে এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির শিল্পী চূড়ান্ত করব।
সিনেমাটির শুটিংয়ের বিষয়ে এ পরিচালক বলেন করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে শুটিং শুরু করব। আশা করছি, কোরবানীর পর পরিস্থিতি স্বাভাবিক হবে।
নিউজবিডি৭১/এম কে / ০৭ জুলাই ২০২০