নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মাহবুব তালুকদার। তার শরীরে জ্বর রয়েছে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন বলেন, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
পরে তাঁর করোনা শনাক্ত হয়। এখন তিনি কেবিনে চিকিৎসাধীন। মাহবুব তালুকদার দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এসএইচআই / নিউজবিডি৭১