ঢাকা : বাজারজুড়েই ক্রেতাদের সরগরম উপস্থিতি থাকলেও, ঈদের আগেও ভিড় নেই মসলা পণ্যের দোকানে। কারওয়ান বাজারের পাইকারি মসলার বাজার ঘুরে দেখা যায়, বন্ধ রয়েছে নতুন কোন চালান আমদানি।
রাজধানীর কারওয়ানবাজারের এই চিত্র দেখে কে বলবে এ নগরীতে করোনা সংক্রমণ এখন তুঙ্গে?
ঈদের আগেও চাহিদা কম, তাই নতুন করে আমদানি হয়নি কোনো কিছুই। আগের যা আনা ছিল তা দিয়েই চলছে ঠিকঠাক। বাজারজুড়েই ক্রেতাদের যা উপস্থিতি তা মূলত সাধারণ প্রয়োজন মেটাতেই, নেই বাড়তি কেনার বাড়াবাড়ি।
বাজারঘুরে দেখা যায়, এখনো চাহিদা কম থাকায় দাম বাড়েনি কোনরকম গরম মসলারই। প্রতি কেজি এলাচ ২৫শ’ থেকে ৩৫শ’ টাকা, দারুচিনি ৪০০ থেকে ৪২০, গোলমরিচ সাড়ে ৪শ’, লবংগ ৯শ’, জয়ফল ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়েনি কিসমিস কিংবা বাদাম জাতীয় পণ্যেরও।
বিক্রেতারা জানাচ্ছেন, পর্যাপ্ত যোগান থাকায় ঈদের ঠিক আগেও মসলা জাতীয় পণ্যের দাম বাড়ার সম্ভাবনা কম।
নিউজবিডি৭১/এম কে/ ১৮ মে ২০২০