ঢাকা : রাজধানীর উত্তরাংশে বসবাসরত গনমাধ্যমকর্মীদের একমাত্র প্রাণের সংগঠন উত্তরা প্রেস ক্লাবের ২০২০-২০২২ অর্থবছরের জন্য দু’বছর মেয়াদি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সকল সাধারণ সদস্য/সদস্যার সম্মতিক্রমে মো. সেলিম কবিরকে সভাপতি, মাকসুদেল হোসেন খানকে সিনিয়র সহ-সভাপতি ও মানিক খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (০৪ সেপ্টম্বর) বিকেলে সবার সম্মতিক্রমে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও উত্তরা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক মাহমুদ আল ফয়সাল এ কমিটি ঘোষণা করেন। এ সময় উত্তরা প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণাকালে ক্লাবের প্রধান উপদেষ্টা মাহমুদ আল ফয়সাল বলেন, উত্তরায় নামে-বেনামে একাধিক সাংবাদিক ক্লাব, সংগঠন থাকলেও কার্যত উত্তরা প্রেস ক্লাব ছাড়া অন্য কোন ক্লাব বা সংগঠন এ এলাকায় কার্যকর কোন ভূমিকা রাখে না। উত্তরা প্রেস ক্লাব প্রতিনিয়ত স্বচ্ছতার সাথে দূনীর্তি মুক্ত থেকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি মনে করি নির্বাচিত কমিটির সকলে মিলে স্বচ্ছতা ও নৈতিকতার সাথে এ সংগঠনটিকে সারা দেশে খুব দ্রতই একটি আদর্শবান সংগঠন হিসেবে পরিচিত করে তুলবে।
নব ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাপলা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নেয়ামত উল্লাহ্ আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাওসার আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল, দপ্তর সম্পাদক যোবায়ের হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সালমা আক্তারকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কমিটিতে দু’জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে শাহ্জাহান চৌধুরী ও এইচ.আর হাবিব। কমিটির অপরাপর সদস্যরা হলেন, যুগ্ম-সম্পাদক মাহাতাব ফারাহী, সহ-সাংগঠকি সম্পাদক রাসেল হাসান। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হয়েছেন, জসিম উদ্দিন নিরব, তুষার আব্দুল্লাহ্, রফিকুল ইসলাম মিঠু, সেলিনা আক্তার, নুরুল আমিন হাসান এবং হাসান পাটোয়ারী।
উল্লেখ্য, উত্তরা প্রেস ক্লাবের নব গঠিত কার্যকরী কমিটি ঘোষণার পর এক আলোচনা সভা শেষে নৈশভোজের মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নৈশভোজ শুরুর আগে সভায় দেশ ও জাতির পার্থিব কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজবিডি৭১/ এম কে / ৫ সেপ্টেম্বর ২০২০
