উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরায় “উত্তরা লেখক শিল্পী ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরন।
সোমবার দুপুর ১২টার দিকে উত্তরা ৭নং সেক্টর পার্ক সংলগ্ন তিনশ দরিদ্র অসহায় ও গরীব মানুষের মাঝে লেখক শিল্পী ক্লাবের উদ্যোগে এ ত্রাণ বিতরন করা হয়। সাম্প্রতি করোনা ভাইরাসের আক্রমণে খেটে খাওয়া মানুষ গুলি বেকার হয়ে যাওয়ায় খাদ্যসহ অর্থনৈতিক চাহিদা এখন সাধারন মানুষের নিত্য দিনের সঙ্গি যে কারনে খাদ্য সামগ্রী বিতরনের এ প্রয়াস।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তরা লেকখ শিল্পী ক্লাবের সভাপতি এম এ আওয়াল সাধারন সম্পাদক উছরুল ওয়াসে অশ্রু এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক উছরুল ওয়াসে অশ্রু জানান, আমাদেরে ক্লাবটি সরকারি অুমোদিত এবং অরাজনৈত একটি সংগঠন। আমরা নিজেদের অর্থায়নে অসহায় মানুষদের কথা ভেবে ত্রাণ বিতরনের বিষয়টি চিন্তা করি।
নিউজবিডি৭১/এম কে/ ১১ মে ২০২০