ঢাকা : প্রধানমন্ত্রী ঘোষিত করোনা ক্ষতি মোকাবেলায় প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ গ্রহীতার আবেদন স্বল্পতম সময়ের মধ্যে যাচাই-বাছাইপূর্বক দ্রুত ঋণ মঞ্জুর ও বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেই সঙ্গে আবেদনকারীদেরকে সহায়তা করার লক্ষ্যে প্রতিটি শাখায় একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক’গঠনের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কভিড-১৯ এর প্রাদুভার্ব মোকাবেলায় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে সরকার কতৃক এ পর্যন্ত ১,০৩,১১৭ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার অধিকাংশই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মকতার্দের প্যাকেজসমূহ সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।
তাছাড়া প্যাকেজ সমূহের যথার্থ বাস্তবায়নকল্পে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা ও উপশাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত করাও অত্যন্ত জরুরি। অন্যথায় প্যাকেজসমূহের বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো সম্ভবপর হবে না। যা কাম্য নয়। তাই প্রণোদনা প্যাকেজসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতার আবেদন স্বল্পতম সময়ের মধ্যে যাচাই-বাছাইপূর্বক দ্রুত ঋণ মঞ্জুর ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রযোজ্য বিধি-বিধানের আলোকে ঋণ প্রদান সম্ভবপর না হলে সেক্ষেত্রে স্বল্পতম সময়ের মধ্যে আবেদনকারীকে বিষয়টি জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজবিডি৭১/এম কে / ১৮ জুন ২০২০