ঢাকা : সোমবার (২৫ মে) উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে এখনও রাজধানী ছাড়ছেন মানুষ।
রোববার (২৪ মার্চ) রাজধানী থেকে বের হওয়ার বিভিন্ন পয়েন্ট যেমন গাবতলী, আবদুল্লাহপুর, যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে ঢাকা ছাড়ার বিভিন্ন সন্ধান করছেন এসব ঘরমুখো মানুষেরা। এতে করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানবাহনের চাপ। গত কয়েক দিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা।
যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা থেকে বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে যাত্রী পরিবহন করতে দেখা যায়। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা কাঁচপুর ব্রিজ এবং মাওয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলীর আমিন বাজার ব্রিজের হেমায়েতপুর অংশ থেকে এ ধরনের যানবাহন দেখা যায় আরিচা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে। অন্যদিকে, আবদুল্লাহপুর থেকে গাজীপুর, টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু বহুমুখী সেতুর উদ্দেশ্যে কিছু যানবাহন ছেড়ে যেতে দেখা যায়।
যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ও ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী, চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি আগের তুলনায় কমেছে।
এ ক্ষেত্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। গাদাগাদি করে একসঙ্গে বাড়ি ফিরছেন যাত্রীরা।
অন্যদিকে, ঢিলেঢালা অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
নিউজবিডি৭১/ এম কে / ২৪ মে ২০২০