ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনরে (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা ওয়াসাকে হুঁশিয়ারি দিলেন। রোববার ডিএসসিসি’র ২২ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
ঢাকা ওয়াসাকে উদ্দেশে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে আপনাদেরকে জরিমানা করা হবে।’
নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দুবার করে পরিষ্কার করা হবে।’
সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে দক্ষিণের মেয়র বলেন, ‘কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।’
রোববার সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নিউজবিডি৭১/এম কে / ২১ জুন ২০২০