কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় নতুন করে আরও ৫ জন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মারা গেছেন। এ নিয়ে শরণার্থী শিবিরে ৩৫ জন করোনায় আক্রান্ত এবং তিনজনের মৃত্যু হলো।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এরমধ্যে একজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর এবং অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ এবং অন্যজন ৫৮ বছর বয়সী।
নিউজবিডি৭১/ এম কে / ০৯ জুন ২০২০