কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রাণঘাতী করোনায় সংক্রমনের ভয়কে উপেক্ষা করে মৌলভীবাজাররে কমলগঞ্জে চলছে জমজমাট ঈদ মার্কেটিং। কমলগঞ্জের পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে বিপনী বিতান গুলোতে গত ক‘দিন ধরে মানুষের উপচেপড়া ভীড়। কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা। গ্রামীন হাট-বাজারে মোটামুটি ক্রেতাদের উপস্থিতি সহনীয় পর্যায়ে থাকলেও শহরের দোকানপাট গুলোতে মানুষের ভীড় চোখে পড়ার মতো।
স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে মাইকিং করাসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে কোন ফল হচ্ছেনা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহররে অধিকাংশ পোশাকের দোকানে চলেছে জমজমাট কেনাকাটা। শহররে অন্যান্য দোকানপাটেও সেই একই অবস্থা। দু‘একটা দোকান ব্যতিত শহরের বিপনী বিতান গুলোর কোথাও হ্যান্ড স্যানিটাইজেশনের কোন ব্যাবস্থা চোখে পড়েনি।
বিষয়টি নিয়ে বিশিষ্টজনরা বলেন,মানুষের মধ্যে করোনার কোন ভয় নেই। ধনী দরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অন্যান্য বছররে ন্যায় এ বছরও ঈদের কেনাকাটায় মেতে উঠেছে। হাট-বাজারে মানুষের ভীড় দেখে মনে হয় দেশে করোনা বলে কোন ভাইরাস নেই। মানুষের এই অসচেতনতা কমলগঞ্জ বাসীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে অনতে পারে বলেও তারা মন্তব্য করেন।
নিউজবিডি৭১/এম কে/ ২০ মে ২০২০