নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয় হাজার ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। গত ৭২ দিনের মধ্যে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১২ এপ্রিল সাত হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৭২ হাজার ৯৩৫ জন।
একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮১ জন। এর আগে গতকাল ৮৫ জনের ও গত পরশু ৭৬ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মােট সুস্থ হলেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৩ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৭ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।
এর আগে বুধবার (২৩ জুন) ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫ জনের মৃত্যু এবং ৫ হাজার ৭২ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এসএইচআই
