আমিনুল ইসলাম : সাম্প্রতিক মহামারি করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকির মধ্যেও পেশাগত দায়িত্ব পালনে অটল থেকে প্রসংশিত হয়েছেন উত্তরখান থানার অফিসার-ইন-চার্জ হেলাল উদ্দিন।
করোনা সংক্রমণের ভয়ংকর দুর্যাগমুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন প্রসঙ্গে কথা হলে হেলাল উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘সরাসরি মানুষের সঙ্গে মিশে পুলিশকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়।
পেশাদারি দায়িত্বের মধ্যে অপরাধী শনাক্তকরণ, গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত রাখতে সদাসচেষ্ট থাকতে হয়। সর্বোপরি জনগণকে সেবা দানের বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখার সুযোগ নেই।’ দায়িত্ব পালনের ক্ষেত্রে জনসংশ্রব এড়িয়ে কাজ করা বিষয়ে তিনি বলেন, ‘ঘরে বসে কিংবা হোম কোয়ারেন্টাইনে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন পুলিশের পক্ষে আদৌ সম্ভব নয়। সংগত কারণেই পুলিশ-সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা অব্যাহত রাখতে হয়।
একইসঙ্গে করোনা-কবলিত দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের করোনাভাইরাসে আক্তান্ত হওয়ার ঝুঁকি ও আশঙ্কা উভয়ই তুলনামূলকভাবে বেশি। কিন্তু যতই ঝুঁকি থাকুন না কেন, পেশাগত দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ানোর কিংবা অনীহা প্রকাশের কোনো সুযোগ নেই পুলিশের।’
তিনি আরো বলেন, ‘মাদকমুক্ত, অপরাধহীন এলাকা নিশ্চত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে উত্তরখান থানার কর্মসূচি বাস্তবায়নে পুলিশসদস্যরা অঙ্গীকারাবদ্ধ।’ তার কর্ম-এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্য পূরণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন ওসি হেলাল উদ্দিন। করোনা সংক্রমণের চরম ঝুঁকির মধ্যে অটল থেকে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রশংসাযোগ্য ভূমিকা রেখে চলেছেন তিনি।
নিউজবিডি৭১/এম কে / ০৯ জুন ২০২০