ঢাকা : রাজু আহমেদ নামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের একজন পরিদর্শক (ওসি, নিরস্ত্র) মারা গেছেন।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির উপ মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমিত রাজু আহমেদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক রাজু আহমেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
নিউজবিডি৭১/ এম কে / ২৪ মে ২০২০