Connect with us

Hi, what are you looking for?

Newsbd71Newsbd71

বিশ্ব

‘করোনার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে ক্ষুধায়’

‘করোনার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে ক্ষুধায়’
‘করোনার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে ক্ষুধায়’

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : করোনাভাইরাসের চেয়েও ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। করোনার সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষুধায় প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার প্রকাশিত ‘দ্য হাঙ্গার ভাইরাস’শীর্ষক নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি কারণ ক্ষুধাজনিত মৃত্যু বাড়িয়ে দেবে। যার মধ্যে আছে, গণহারে বেকারত্ব, লকডাউনের কারণে খাবার উৎপাদন কমে যাওয়া এবং খাদ্য পরিবহনে বাধা। এসব কারণে এ বছর প্রায় ১২ কোটি মানুষ অনাহার পরিস্থিতিতে চলে যেতে পারে।

দাতব্য সংস্থাটি বলছে, ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া ও দক্ষিণ সুদানসহ বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র অঞ্চলগুলোতে খাদ্য সংকট আরও বেড়েছে। মহামারির কারণে সীমান্ত ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ বন্ধ হওয়ায় প্রবাসী আয় বিপুল পরিমাণে কমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই প্রতিবেদনে ক্ষুধার উদীয়মান উপকেন্দ্রগুলোও তুলে ধরা হয়েছে। মধ্যম আয়ের দেশ যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল যেখানে মহামারির কারণে লাখো মানুষ না খেয়ে থাকার মতো পর্যায়ে এসে পড়েছে।

এ ছাড়া বিশ্ব খাদ্য সংস্থার বরাত দিয়ে অক্সফাম জানিয়েছে, চলতি বছর শেষের আগেই খাদ্য সংকটে ভোগা মানুষের সংখ্যা বেড়ে ২৭ কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১৪ কোটি ৯০ লাখ।

প্রসঙ্গত, এর আগে মে মাসে করোনা মহামারির কারণে একাধিক দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করেছিল জাতিসংঘ। বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে কর্মসূচি হাতে নেওয়ার আহ্বানও জানায় সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

নিউজবিডি৭১/এম কে / ০৯ জুলাই ২০২০

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে ২৪ লক্ষের পরিবার

সর্বাধিক পঠিত

বাংলাদেশ

কালচার

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডে লাইফ সিল্ক ফাউন্ডেশন। সম্প্রতি নিজেদের স্বেচ্ছাসেবীদের নিয়ে সংগঠনটির প্রতিনিধিরা হাজির হয় সিলেটের...

কপিরাইট Ⓒ ২০১২-২০২১ নিউজবিডি৭১.নেট । সর্বস্বত্ব সংরক্ষিত। বাড়ী- ৪৯ (১ম তলা), রোড- ১২, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, বাংলাদেশ। প্রকাশক- মোহাম্মদ মানিক খান