ময়মনসিংহ : কোভিড-১৯ ইউনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত এই ১৮ জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন ভর্তি আছেন, আইসিইউতে আছেন ২০ জন।
এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ১০৮ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এম কে