Connect with us

Hi, what are you looking for?

Newsbd71Newsbd71

সারাদেশ

করোনা আক্রান্তের লাশ ৫ ঘন্টা পর দাফন

করোনা আক্রান্তের লাশ ৫ ঘন্টা পর দাফন
করোনা আক্রান্তের লাশ ৫ ঘন্টা পর দাফন

মোঃ সাজেদুর রহমান
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস আলী নামে এক ব্যাক্তি করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। করোনায় পজিটিভ মৃত ব্যক্তির লাশ ৫ ঘন্টা পড়ে থাকলেও মৃতের পরিবারের ডাকে সাড়া দেয়নি কেউ।

১৩ ই জুন গভীর রাত ৩টা। হঠাৎ একটি ফোন আসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর (টিম খোর‌শেদ ১৩ এর টিম লিডার) মাকসুদুল আলম খন্দকার খোর‌শে‌দের মোবাইলে। ফোন রি‌সিভ করার পর অপরপ্রান্ত থে‌কে জানা‌নো হয় ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে মৃত‌্যুবরণ করা মৃত‌দেহ‌কে গোসল ও দাফন কাফ‌নের কোন লোক পাওয়া যা‌চ্ছে না। তাই‌ লাশ দাফ‌নে (টিম খোর‌শেদ ১৩) এর সহ‌যোগীতা চায় মৃত ব‌্যা‌ক্তির প‌রিবার।

তখন গভীর রাত। তাছাড়া তুমূল বৃ‌ষ্টি থাকায় প্রতিকূল প‌রি‌বে‌শের কার‌নে লাশ দাফ‌নের জন‌্য প্রয়োজনীয় সংখ্যক সদস‌্য এক‌ত্রিত হ‌তে না পারায় টি‌মের সদস‌্যদের সা‌থে খোদ নি‌জেই লাশ দাফ‌নে বে‌রি‌য়ে প‌ড়েন কিছু‌দিন পূ‌র্বে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে বাসায় আই‌সো‌লেশ‌নে থাকা আলোচিত কাউ‌ন্সিলর খোর‌শেদ। আর এই মৃত ব্যক্তির লাশ দাফনে তারা নি‌জে‌দের ৮০ তম মৃত‌দেহ দাফন সম্পন্ন ক‌রে টিম খোর‌শেদ ১৩।

৮০ তম লাশ দাফ‌নের প‌র আলোচিত এই কাউন্সিলর বলেন, আলহামদুলিল্লাহ আজ ১৩ জুন আমাদের ৮০ তম দাফন সম্পূর্ণ হলো। তিনি আরো বলেন নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি বসির উদ্দিন মার্কেট এলাকার বাসিন্দা হাজী ইদ্রিস আলী করোনা পজিটিভ হয়ে মারা যায়। তার পরিবার ১৩ জুন দিবাগত রাত১ টায় মৃতদেহ এলাকায় এনে গোসল ও দাফনের জন্য স্থানীয় কাউকে না পেয়ে রাত ৩ টায় আমাকে ফোন করে সহযোগিতা কামনা করেন। তারপর আমরা রাত সাড়ে তিনটার মধ্যে একত্রিত হয়ে ভোর ৪ টায় মিজমিজি পৌঁছে মরহুমের গোসল, কাফন, জানাযা শেষে সকাল ৬টা ৩০ মিনিটে দাফন সম্পূর্ণ করেছি।

নিউজবিডি৭১/এম কে / ১৩ জুন ২০২০

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে ২৪ লক্ষের পরিবার

সর্বাধিক পঠিত

বাংলাদেশ

কালচার

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডে লাইফ সিল্ক ফাউন্ডেশন। সম্প্রতি নিজেদের স্বেচ্ছাসেবীদের নিয়ে সংগঠনটির প্রতিনিধিরা হাজির হয় সিলেটের...

কপিরাইট Ⓒ ২০১২-২০২১ নিউজবিডি৭১.নেট । সর্বস্বত্ব সংরক্ষিত। বাড়ী- ৪৯ (১ম তলা), রোড- ১২, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, বাংলাদেশ। প্রকাশক- মোহাম্মদ মানিক খান