আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : বিশ্বের বর্তমান সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ান অন্যদের মাঝে। তাকে এড়িয়ে চলতে হয়। আইসোলেশনে রাখতে হয় । তার সংস্পর্শে গেলেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক ব্যাধি কেন্দ্রের (এনসিআইডি) গবেষকদের নতুন এক গবেষণায় উঠে এসেছে আক্রান্ত ব্যক্তি সর্বমোট ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে।
যখন থেকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, তখন থেকেই অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর তার হাঁচি-কাশির মাধ্যমে অন্যরা আক্রান্ত হতে পারে।
লক্ষণ প্রকাশের দুইদিন আগ থেকেই আক্রান্ত ব্যক্তি অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর লক্ষণ প্রকাশের পর ৭ থেকে ১০ দিন অন্যকে আক্রান্ত করতে পারে। সব মিলিয়ে ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে করোনা আক্রান্ত ব্যক্তি। গবেষকদের মতে তাই আক্রান্ত ব্যক্তিকে মোট ১১ দিন আইসোলেশনে থাকাটাই যথেষ্ট। ১১ দিনের মাথায় আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার জীবানু থাকলেও সেটা অন্যকে আক্রান্ত করার সক্ষমতা হারায়।
সিঙ্গাপুরের গবেষকরা মোট ৭৩ জন রোগীর উপর গবেষণা চালিয়ে মূল্যবান এই তথ্য পেয়েছেন।
নিউজবিডি৭১/ এম কে / ২৫ মে ২০২০