সাতক্ষীরা সংবাদদাতা: করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকালে ডা: জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ৪ জনের মৃত্যু নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গে মারা গেলেন ৩২৯ জন। আর নিশ্চিত করোনায় মারা গেছেন ৭৫ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরিক্ষায় ৪৭ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। নমুনা পরিক্ষার নিরিখে আক্রান্ত্রের সংখ্যা শতকরা ২৫.২৬ ভাগ। বিগত ককয়েকদিনের তুলনায় সংক্রমণ একটু কমেছে।
আক্তারুজ্জামান বাচ্চু/এসএইচআই