সাতক্ষীরা জেলা প্রতিনিধি : করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনায়, আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে ডা: জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান,রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মৃত্যুবরণ করেছেন।
এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৩ জন।
এছাড়া, মেডিকেলে সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ২৬৯ জন। এরমধ্যে করোনা পজিটিভ ১৯ জন। অন্যরা রয়েছেন করোনা উপসর্গে।
এম কে