সাতক্ষীরা সংবাদদাতা: করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছেন।
এরমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ,কে,এম মোরতাজুল হক (৮০)।
রোববার (০৪ জুলাই) ভোরে তিনি মারা যান। আর অন্য চারজন উপসর্গ নিয়ে রাতের বিভিন্ন সময়ে মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই পাঁচজনকে নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪৫ জন। এর মধ্যে ৮২ জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্যরা করোনা উপসর্গে ভুগছিলেন।
আক্তারুজ্জামান বাচ্চু/ এসএইচআই