সাতক্ষীরা সংবাদদাতা: করোনায় আক্রান্ত হয়েছেন বাবা। এনিয়ে ছেলে- বৌ এর সাথে সংসারে অশান্তি। আর এই অশান্তি দূর করতে চিরকুট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন অসহায় বাবা।
শনিবার (৩ জুলাই) সকালে সাতক্ষীরার কলারোয়ার ইলিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম শেখ আজগর আলী (৫৫)।তিনি শেখ জালাল উদ্দিনের ছেলে। করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন। দুপুরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে কলারোয়া থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির।তিনি জানান, একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। সেই কষ্টে-অভিমানে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
আক্তারুজ্জামান বাচ্চু/এসএইচআই
