আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন।
নতুন করে হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে, মৃতের সংখ্যা এখন ৫৭ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রায় ৭ লাখ ১৫ হাজারের বেশী রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
এদিকে, করোনার ভয়াবহতা থেকে খুব সহসাই যে মুক্তি মিলছে না বিশ্ববাসীর, তা অনেকটা স্পষ্ট। ভাইরাসটি ইউরোপে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যাতে সরকারের পদক্ষেপের পাশাপাশি ও জনসাধারণের সচেতনতা ছিল অনেক বেশি। যা লাতিন আমেরিকার দেশগুলোতে কিছুটা ঘাটতি রয়েছে বলে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে।
প্রতিদিনই রেকর্ড আক্রান্তে শেষ পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও মেক্সিকোর মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।
এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে।
নিউজবিডি৭১/এম কে / ২৮ জুন ২০২০