ঢাকা : করোনাভাইরাস এর প্রাদুর্ভাবেও কর্মচঞ্চল মোংলা সমুদ্রবন্দর। বন্দরে স্বাভাবিক জাহাজ আগমন-নির্গমনসহ পণ্য আমদানি ও রফতানি বাণিজ্য। তবে বাল্ক কার্গো (খোলা পণ্য) খালাস-বোঝাই কাজে তেমন কোনও জটিলতা না থাকলেও কিছুটা সঙ্কটের মধ্যে রয়েছেন কনটেইনার পণ্য এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষ এ অবস্থার মধ্যেও চলতি অর্থবছরে বন্দরের আয় ৩৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে বলে আশাবাদী ।
বন্দরে গড়ে প্রতিদিন ১০/১১টি জাহাজ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম মেনে অবস্থান করছে।
আমদানিকারক জানান, করোনার প্রভাব আরও দীর্ঘায়িত হলে তাদের ক্ষতির পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর কখনই এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না তারা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক বলেন, সব মিলিয়ে চলতি অর্থবছরে (২০১৯-২০) এ পর্যন্ত মোংলা সমুদ্রবন্দরে ৯৯ লাখ ৬১ হাজার টন পণ্য আমাদনি-রফতানি হয়েছে।
এ পর্যন্ত বন্দরের আয় হয়েছে ২৮৩ কোটি টাকা। আর গত অর্থবছরে (২০১৮-২০১৯) আমদানি-রফতানির পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ টন পণ্য।
রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছিল ১২ হাজার ৬৯৫টি। গেল অর্থবছরে বন্দরের আয় হয়েছিল ৩২৯ কোটি টাকা।
নিউজবিডি৭১/এম কে/১০ মে ২০২০