নিউজ ডেস্ক : সম্প্রতি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় নাম উঠেছিল সানি লিওনির! যা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই।
বিষয়টি নিয়ে সানি লিওনি নিজেও রসিকতা করে টুইটরে লিখেছিলেন, ‘কলেজের পরবর্তী সেমিস্টারে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে! আশা করি ক্লাসে সকলেই থাকবে।’
সেই বিতর্কের মাঝেই আবার একই ভুল করে বসলো দক্ষিণ ২৪ পরগনার একটি কলেজ। এবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি মেধা তালিকাতেও দেখা গেলো বলিউডের এই অভিনেত্রীর নাম! তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি সানি।
নিউজবিডি৭১/ এম কে / ৩০ আগস্ট ২০২০