নাজমুল হোসেন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শিফা নুসরাত এবং উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার সাদাত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান এস. এম. শহিদুল্লাহ (সবুজ), মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,প্রেসক্লাবে সভাপতি হেলাল উদ্দিন, এ্যাডঃ বিমল কুমার দাস ,কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রফিকুল ইসলাম,জামতৈল ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার শেখ প্রমূখ ।
প্রধান অতিথি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণের অংশ হিসেবে সিরাজগঞ্জ
সদর উপজেলার কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক কোনো জমি যাতে অনাবাদি না থাকে। সেই লক্ষ্যে এ বীজ বিতরণ করা হচ্ছে ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,খরিপ-২/২০২০-২১ বন্যায় ক্ষতিগ্রস্ত
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার উপজেলার ৪ টি ইউনিয়নের প্রতি ১জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ,ডিএপি সার ৫ কেজি,এমওপি ৫ কেজি করে মোট ৫ শত কৃষকের মাঝে বিতরণ করা হয় ।
অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসারমোঃ জনি খান, উপসহকারী কৃষি কর্মকর্তামো: শওকত হোসেন,মো: মাসুদুর রহমান,মো: মাসুম রানা সহ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নিউজবিডি৭১/ এম কে / ৫ সেপ্টেম্বর ২০২০
