ঢাকা : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে শনিবার রাতে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
তিনি গতকাল রাতে গ্রেফতার হন বলে নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম। আটক হওয়ার বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ ইসলামের বিরুদ্ধে কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত হওয়ার খবর রয়েছে।
অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে তখন খবর পাওয়া যায়। বাকি দুজন পালিয়েছিলেন। ওই দুজনের একজন শহীদ ইসলাম পাপুল ছিলেন বলে গুঞ্জন রয়েছে।
নিউজবিডি৭১/এম কে/ ০৭ জুন ২০২০