নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে পড়নের লুঙ্গি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪০) এক পুরষের লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।
মঙ্গলবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জংগুয়া নামক স্থানের একটি সবজির জমি হতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসি ও পুলিশের ধারনা, সোমবার রাতের কোন এক সময় অজ্ঞাত ব্যক্তিটিকে উক্ত স্থানে এনে পড়নের লুঙ্গি দিয়ে হাত পা সবজি জমির একটি গাছের সাথে বেঁধে শ্বাসরদ্ধ করে হত্যা করা হয়। সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরদ্দীন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে লোকটিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
নিউজবিডি৭১/এম কে/ ১২ মে ২০২০