কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিকভিটা থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
গতকাল (১৯ জুন) দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কাশি মালতা গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাবেদা বেগম বলেন, বণসুতা মৌজায় প্রায় ৪০ বছর ধরে তাদের ভোগ দখলে থাকা তাদের ৫ একর ১৫ শতাংশ পৈত্রিক জমি রয়েছে। গত শুক্রবার মো. জাকির হোসেন তার ভূমিদস্যু বাহিনী নিয়ে তাদের ভোগ দখলে থাকা জমি জোরপূর্বক দখলচেষ্টা চালায়। এতে বাঁধা দিলে ভূমি দস্যুরা তাদের মারপিট করে তবে ৯৯৯-অভিযোগ পেয়ে পুলিশ এলে ভুমিদস্যুরা পালিয়ে যায়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজী মো. হাবিবুর রহমান চিনু, নাসিমা বেগম, মর্জিনা বেগম ও মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাজী মো. জাকির হোসেন নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এন এস / এসএইচআই
