নবীন সাদিক, (কেরানীগঞ্জ): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক এনজিও কর্মী গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ জুলাই, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।গ্রেফতার ব্যাক্তিরা হলেন -অনিক মোল্লা, হৃদয়, আশিক, আদনান ও প্রেমিক আসিফ।
জানা যায়, তানিশা নামের ওই কিশোরী কেরানীগঞ্জের কদমতলীর ‘নিলীমা’ নামক একটি এনজিওতে চাকরী করেন। মঙ্গলবার রাতে তার কথিত প্রেমিক আসিফের সাথে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। তারা একসাথে কথা বলতে বলতে কেরানীগঞ্জ দক্ষিণ থানার শুভাঢ্যা খেজুরবাগ এলাকার মুসলিমনগর নাজিরেরবাগ চন্ডীতলায় পৌঁছালে রাস্তায় কয়েকজন বখাটে ওই কিশোরী ও তার কথিত প্রেমিককে আটক করে। বখাটেরা প্রেমিককে আটকে রেখে ওই কিশোরীকে পাশের ঝোঁপের আড়ালে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আমরা রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছি।
নিউজবিডি৭১/ এসএইচআই
