নবীন সাদিক (কেরানীগঞ্জ): ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে ১৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১০।
গত ২৮জুন,সোমবার মডেল থানার জিনজিরা ইউনিয়নের পূর্ব মান্দাইল এলাকা থেকে খেলারত এসব ব্যাক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ রাজু (৪৮), আনোয়ার হোসেন (২৮), মোঃ রোকনুজ্জামান (৪৫),মোঃ সুমন হাওলাদার (২৮), মোঃ শামিম হাওলাদার (৩০), মোঃ খলিল (৩২),মোঃ আলী (৩৮), অহিদুল শিকদার (২৭),মোঃ আজিজুর (৩৪), মোঃ শহিদুল ইসলাম (৪২), মোঃ কামাল চৌধুরী (২৭), মোঃ রুবেল (৩৮), মোঃ হাসান (৩৮), মোঃ ইমরান (২৯), মোঃ ইউসুফ (৩৪), মোঃ আলাউদ্দিন (৩৮), মোঃ সুজন বেপারী (৩৫) ও মোঃ মোক্তার চৌকিদার (৩৫) বলে জানা যায়।
এসময় জব্দ করা জিনিসের মধ্যে রয়েছে, ২৬০পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৫ টি মোবাইল ফোন ও নগদ ষোল হাজার পাঁচশত টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা পেশাদার জুয়াড়ি ও একে অন্যের সাথে জুয়া খেলে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। র্যাব এও জানায় যে, আটকদের বিরুদ্ধে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসএইচআই
