নবীন সাদিক( কেরানীগঞ্জ) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
আজ সোমবার (২৮ জুন) দুপুর একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বিআরটিএর সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পোস্তগোলা ব্রীজসংলগ্ন হাসনাবাদ বিআরটিএর সামনে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক নিহত হয়। নিহত ইসমাইল মোল্লা (৪৫) কোন্ডা ইউনিয়নের স্ট্যান্ড বাজার ঘোষকান্দা গ্রামের মৃত কালাই মোল্লার ছেলে। সে স্ত্রী আর দুই সন্তানসহ ঘোষ কান্দার স্থানীয় বাসিন্দা।
” ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সিমেন্ট, সিট বোঝাই ট্রাকটি ঢাকা-মাওয়া মহাসড়কের পোস্তগোলা ব্রিজের ঢাল দিয়ে নামার সময় সামনের দিক থেকে ইউটার্ন করা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।” – বললেন ঢাকা-মাওয়া সড়কের হাসারা থানার অফিসার ইনচার্জ সোহরাব উদ্দীন।
এসময় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। যদিও পরবর্তীতে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘাতক ট্রাকচালক আসাদুর রহমানের বাড়ি যশোরের হোগলাডাংগা গ্রামে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে।
উল্লেখ্য, শুরু হওয়া দেশব্যাপী লকডাউনে গণপরিবহন বন্ধের কথা থাকলেও এ দুর্ঘটনাই সাক্ষ্য দেয় যে, গণপরিবহনে কতটা সয়লাব মহাসড়কগুলো।
নিউজবিডি৭১/এসএইচআই
