নবীন সাদিক (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাদা আদায়রত মনির (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (৯ জুলাই ) বেলা ১১ টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, আটক মনির রোহিতপুরের বিভিন্ন এলাকায় হোটেল, দোকানে গিয়ে মোটা অঙ্কের চাদা আদায় করতে থাকলে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। পুলিশকে জানালে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল উপস্থিত হয়ে পুলিশের হাতে তুলে দেন। এ সময় মনিরের অপর দুই সহযোগী পালিয়ে যায়।
“গতকাল এ চক্রটি আমাকে ৪০ হাজার টাকা জরিমানা করে। আমার নিকট টাকা না থাকায় ঋন করে এ টাকা পরিশোধ করি” বলছিলেন ভাতের হোটেলের মালিক ভুক্তভোগী রিয়াজুল।
আরেক ভুক্তভোগী তাইজুল ইসলামও জানান, আজ সকালে আমার মুদি দোকান হতে ২০ হাজার এবং অন্যান্য দোকানদারের কাছ থেকেও ২/৪ হাজার টাকা করে বহু টাকা আদায় করেছে প্রতারকচক্র।
এ ঘটনায় ঘটনায় উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন,” ভবিষ্যতে এমন পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই দেখবেন আপনাদের পরিচিত কেউ সাথে আছে কিনা। সাধারণত স্থানীয় পুলিশ ও সরকারি লোকবল ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়না।”
নিউজবিডি৭১/ এসএইচআই
