নবীন সাদিক (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে লকডাউনে বিধিনিষেধ না মানায় ১৮ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দক্ষিণ থানার কদমতলী ও মডেল থানার রোহিতপুর,কালিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১জুলাই) থেকে শুরু হওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিনে বেআইনীভাবে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, হোটেলে বসিয়ে খাওয়া-দাওয়া করানোর অপরাধে ১৪জনকে বিনাশ্রম জেল ও ৪জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, কদমতলী, রোহিতপুর ও কালিগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ-এর ভ্রাম্যমান আদালতে তাদের এ শাস্তি দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তদের কয়েকজন হলেন – ইসরাফিল, বাবুল, সোহেল রানা, আবুল হাসেম, সোহেল,আরিফ, এনামুল হক, জামাল, জহির, সাইফুল প্রমুখ।
এ সময় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, ২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচআই
