রাজশাহী : ঘূর্ণিঝড় আম্ফানের ঝড়ে রাজশাহীর অন্তত ১৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়েছে। এ তথ্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।
জেলা প্রশাসক হামিদুল হক বলেছেন, আম ঝরেছে ২০ শতাংশ।
বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, আমবাগানগুলোতে ঝরে পড়া আমের স্তুপ। গাছের ডাল-পালাও ভেঙে গেছে।
এবার লকডাউনের কারণে এমনিতেই দাম নিয়ে শঙ্কায় ছিলেন আমচাষিরা। সাইক্লোনে এতো ক্ষয়ক্ষতিতে দিশেহারা আমচাষীরা।
নিউজবিডি৭১/এম কে/ ২১ মে ২০২০