মো:রাফছানজানী শুভ ঘোড়াঘাট(দিনাজপুর):দিনাজপুরের ঘোড়াঘাটে ২০০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম মাদকদ্রব্য হিরোইন এবং মাদক বিক্রয়ের নগদ-১৭,৫৩০ টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
এসআই সফিউল ইসলাম,এএসআই সারোয়ার জাহান অফিসার ফোর্স জানায়, (৫জুলাই) সোমবার ঘোড়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী ও ওয়ারেন্টের আসামির অভিযানে বাহির হইয়া ১ নং বুলাকিপুর ইউপির অর্ন্তগত কানাগাড়ী বাজারে অবস্থান কালে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে, ১ নং ইউপির কানাগাড়ী হইতে ভেলাইন গামী রোডস্থ ভেলাইন জামে মসজিদের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুল খালেক এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় কিছু ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে পাইকারি ও খুচরা বিক্রি করিতেছে।বিষয়টি মোবাইল ফোনে অফিসার ইনচার্জ কে অবগতি করিয়া তাহার নির্দেশ ক্রমে সঙ্গীয় অফিসার ফোর্স সহ সে স্থানে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী গন পালানোর চেষ্টা করে, ২ জন কে হাতেনাতে ধরতে পারলেও বাকি ৩জন পালিয়ে যায়।
আটককৃত আসামিরা হলেন,উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল খালেকের স্ত্রী নাজমা বেগম (৪৬),পিতা:নজরুল ইসলাম,অপরজন একই গ্রামের ফাত্তাজ আলীর ছেলে রিপন মিয়া(২২),বাকি তিন জন আসামি পালাতক রয়েছে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান যে, উদ্ধার কৃত ৫ গ্রাম মাদকদ্রব্য হিরোইন যাহার অবৈধ বাজার মূল্য ৫০,০০০ টাকা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার অবৈধ বাজার মূল্য ৬০,০০০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১৭,৫৩০ টাকা সহ মোট =১,২৭,৫৩০ টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পরষ্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার আপরাধে। ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে আসামিদের কে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এম কে
