চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি, সিইউ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ক্লাব ঢাকার প্রতিষ্ঠিত সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য করোনা আক্রান্ত ড. মাহবুবুর রহমান আজাদ এর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ক্লাব ঢাকা এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় করোনা আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি থাকা ড. মাহবুবুর রহমান আজাদের সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকার সভাপতি আমিন হেলালী, সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান এম মোশাররফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া, মারা যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং করোনা অাক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক শামীমা হারুন লুবনা সহ করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এম কে
