আন্তর্জাতিক ডেস্ক:
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরে গিয়ে স্থানীয় বাসিন্দার হাতে চড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ম্যাঁক্রো দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এক শহরে পূর্বনির্ধারিত সফরে যান। প্রেসিডেন্ট ব্যারিকেডের বাইরে থাকা জনতার সঙ্গে হাত মেলাতে গেলে পাশে থাকা সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে চড় মারেন বলে ভিডিওতে দেখা গেছে।
ওই ব্যক্তি তখন ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ বলে চিৎকার করছিলেন।তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কেন তিনি এই ঘটনা ঘটালেন তাও স্পষ্ট নয় বলে জানা গেছে।
ঘটনার পর প্রেসিডেন্টকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এস এইচ আই / নিউজবিডি৭১
