সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : সোমবার (১৪ ) ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ, এসআই নূরে আলম হোসাইন, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৫:৩৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি সাকিনস্থ জনৈক মাহফুজের ভাই ভাই ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে সন্ত্রাসী (১) নিউটন কর্মকার (২৪), পিতা- নারায়ন কর্মকার, সাং- পশ্চিম কান্দাপাড়া, থানা ও জেলা-নরসিংদীকে ০১ (এক) রাউন্ড কার্তুজ লোডকৃত অবস্থায় একটি সচল পিস্তল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
নিউজবিডি৭১/ এম কে / ১৪ সেপ্টেম্বর ২০২০