ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন। ডিএসসিসির চাকরিচ্যুতরা হলেন প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
এ সিদ্ধান্তের কথা রোববার (১৭ মে) দুজনের নামে ডিএসসিসির নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে জানানো হয়েছে।
মেয়র রোববার সকালে ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেন। সেসময়েই কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
মেয়র তাপস হুঁশিয়ার করেছিলেন কর্মকর্তা যত বড় পদেরই হোন না কেন কারও বিরুদ্ধে অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
নিউজবিডি৭১/এম কে/১৭ মে ২০২০