আলামিন : রাজধানীর উত্তরা তুরাগের চন্ডালভোগ এলাকায় আমির হোসেনের ভাড়াটিয়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ লাশ উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। নিহত ব্যাক্তি চাঁদপুরের মনির হোসেন (৪৫)বলে জানা যায়।
উত্তরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ড. মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবিডি৭১ প্রতিবেদককে জানান, তুরাগের চন্ডালভোগের আমির হোসেনের ভাড়াটিয়া বাসায় মঙ্গলবার সকালে এক যুবকের অর্ধগলিত লাশের তথ্য দেয় স্থানিয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। বাড়িওয়ালা ভাড়াটিয়ার তথ্য দিতে না পারায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় বিস্তারিত ভাবে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাশের বিষয়ে স্থানীয়দের মধ্যে ধুম্রজাল তৈরি হয়েছে বলে জানা যায়।
অন্যদিকে তথ্য সংগ্রহ করতে গেলে বাড়িওয়ালার দুই ছেলে গণমাধ্যম কর্মীদের সাথে রহস্যজনক আচরণের পাশাপাশি ছবি তুলতে বাঁধা প্রদান করেন।
এমকে
