ঢাকা : অসুস্থতা জনিত কারনে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তুরাগ থানার ডিয়াবাড়ি ফাঁড়ির কনস্টেবল মোঃ শফিকুল ইসলাম। তার এই অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে ডিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ সুমন শিকদার ফাড়ি।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুলিশ ফাঁড়ি থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত চৌকস কনস্টেবল শফিকুল ইসলামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। পরে পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে সুসজ্জিত গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় ডিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ সুমন শিকদার তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী ও তুলে দেন। এ সময় উপস্থিত ফাড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সুমন শিকদারের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তুরাগ) মেহেদী হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ড. মঞ্জুর মোর্শেদ। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম,এসি পেট্রোল) ফেরদৌস হাসান, ইন্সপেক্টর (পেট্রোল পশ্চিম) মনিরুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন মফিজুর রহমানসহ অন্যরা।
এম কে
