ডিজার হোসেন বাদশা: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় হাসিনা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) রাতে সাড়ে ৭টায় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মনিগছ গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত হাসিনা মনিগছ গ্রামের মরহুম বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাসিনা নামে ওই বৃদ্ধা তার বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য রাস্তায় উঠলে একটি অজ্ঞাত ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে ইজিবাইকটি চলে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায় ।
এসএইচআই
