আমিনুল ইসলাম : রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় কোডবাড়ি রেলগেট স্থানে দক্ষিণখান থানা পুলিশের গাড়ি ভাংচুর করে পালিয়েছে একদল দুর্বৃত্ত।
সকাল ১১টার দিকে ১৫থেকে ২০ জনের একটি দল কোডবাড়ি রেলগেট সংলগ্ন পুলিশের গাড়ি অবস্থানকালে গাড়ির দিকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশ সদস্য তাদের প্রতিহত করতে এগিয়ে আসলে পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে শুরু করে তারা। উপায় না পেয়ে আত্মরক্ষার জন্য গাড়ি ফেলে স্থান ত্যাগ করতে বাধ্য হয় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়,সাবেক কাউন্সিলর রাশীর লেলিয়ে দেয়া সসন্ত্রাসী বাহিনীর কাজ এটা।এবিষয়ে উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল সৈবাল জানান,বিষয়টি তদন্ত চলছে।এখনি সব বলা যাচ্ছে না।
নিউজবিডি৭১/এম কে/ ১৩ মে ২০২০