ক্রীড়া ডেস্ক: চলমান কোপা আমেরিকায় শক্তিশালী চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল।
শনিবার (৩ জুলাই) রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। এই ম্যাচে লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত দশজন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা পাকুয়েতা মাঠে নামার ৬০ সেকেন্ডের মধ্যে গোল করেন। এ সময় সমন্বিত আক্রমণে বক্সের মধ্যে নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ভলিতে গোল করেন পাকুয়েতা। তাতে এগিয়ে যায় ব্রাজিল।
৪৮ মিনিটের মাথায় চিলির ইউগেনিও মিনার মুখমণ্ডল ও ঘারে পা লাগিয়ে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন জেসাস। যদিও বলের দিকে নজর দিতে গিয়ে জেসাস খেয়ালই করেননি যে তার সামনে মিনা আছেন।
বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। দশজনের সুযোগ নিয়ে চিলি আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।
সেমিফাইনালে ব্রাজিল লড়বে পেরুর বিপক্ষে। যারা অপর ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে।
এসএইচআই
